জগন্নাথপুর উপজেলা পরিষদের উদ্যোগে বাল্য বিবাহ, যৌতুক ও মিলিনিয়ামডেভেলাপমেন্টগোল(এমডিজি)সংক্রান্ত একদিনের কর্মশালা সোমবার আব্দুসসামাদ আজদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।উপজেলা গর্ভন্যান্স প্রকল্প ও স্থানীয়সরকার বিভাগের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় জনপ্রতিনিধি,স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রী,সাংবাদিক, এনজিও, ইমাম,কাজী ও গন্যমান্য ব্যক্তিবর্গসহবিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেয়। এউপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেনউপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির, প্রধান অতিথি হিসেবেবক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন, মহিলা ভাইসচেয়ারম্যান হাজেরা বারী, উপজেলা গর্ভন্যান্স প্রকল্পের জেলা ফ্যাসিটিলেটরজিল্লুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহিদুজ্জামান, প্রেসক্লাবসভাপতি শংকর রায়, উপজেলা মেডিকেল অফিসার ডাঃ মধু সুধন ধর, অন্যানের মধ্যেবক্তব্য রাখেন, এনজিও প্রতিনিধি লায়লা বেগম, সাংবাদিক আব্দুল হাই, কাজীমুজিবুর রহমান খান, কাজী হাফিজুর রহমান, আফজাল হোসেন, নজরুল ইসলাম নিজামী, শিক্ষাথীদের পক্ষে বক্তব্য রাখেন আব্দুস সোবাহন উচ্চ বিদ্যালয়ের দশমশ্রেণীর ছাত্রী ফাহিমা আক্তার, ও কেশবপুর উচ্চ বিদ্যালয়ের দশমশ্রেণীর ছাত্র আজিমুল হোসেন প্রমুখ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস