হযরত আফিম শাহ'র মাজারটি জগন্নাথপুর উপজেলা সদর হতে প্রায় ১.৫ কি.মি. দূরে বাড়ী জগন্নাথপুর মৌজার আছিমনগরে অবস্থিত। আছিম শাহ হযরত শাহজালাল(র) এর সফরসঙ্গী ৩৬০ আউলিয়ার একজন। তিনি সূফী সাধক,মরমী শিল্পী ছিলেন। তিনি প্রায় সহস্রাধিক গান রচনা করেছেন মর্মে জানা যায়। তিনি মহান বাউল সাধক কবি রাধা রমন দত্ত এর সমসাময়িক কবি ছিলেন। প্রতিবছর এই মাজারে উরসসহ বিভিন্না অনুষ্ঠানদি পালন করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস