সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর পৌরসভা একটি ঐতিহ্যবাহী পৌরসভা। এটির সাংগাঠনিক কাঠামো অনেক শক্তিশালী। পৌর সভার সমস্ত কার্যাবলী উক্ত সাংগাঠনিক কাঠামোভিত্তিক জনবল দ্বারা পরিচালিত হয়। পৌরসভার সাংগাঠনিক কাঠামোর মধ্যে রয়েছে এক জন মেয়র। তাঁর অধীনে রয়েছে একজন নির্বাহী কর্মকর্তা। নির্বাহী কর্মকর্তার অধীনে রয়েছে প্রকৌশল বিভাগ, প্রশাসন বিভাগ ও স্বাস্থ পরিবার পরিকল্পনা ও পরিচ্ছন্নতা বিভাগ। নির্বাহী প্রকৌশলী বিভাগের অধীনের রয়েছে ১.পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশন শাখা ও ২. পূর্ত বিদ্যুৎ ও যান্ত্রিক শাখা। প্রশাসন বিভাগের অধীনে রয়েছে ১. সাধারণ শাখা ২. হিসাব শাখা ৩. এসেসমেন্ট শাখা ৪. কর আদায়/ লাইসেন্স শাখা ৫. পৌর বাজার শাখা ৬. শিক্ষা, সংস্কৃত, পাঠাগার শাখা। স্বাস্থ পরিবার পরিকল্পনা ও পরিচ্ছন্নতা বিভাগের অধীনে রয়েছে ১. পরিচ্ছন্নতা শাখা ২. স্বাস্থ পরিবার শাখা। এছাড়াও পৌরসভার সাংগাঠনিক কাঠামোর একটি ট্রি ভিউ ইমেজ আকারে সংযুক্তি দেয়া হল।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস