এক নজরে আশারকান্দি ইউনিয়ন পরিষদ
ইউনিয়ন পরিষদের নাম: ০৮নং আশারকান্দি
বর্তমান পরিষদ চেয়ারম্যান নাম: শাহ আবু ইমানী
ইউনিয়নের মোট আয়তন: ১২৬০৮ বর্গ কি.মি.
ইউনিয়নের মোট জনসংখ্যা: ২৭৮৯৩
মৌজার সংখ্যা: ৪৮টি
গ্রামের সংখ্যা: ৫৭ টি
মসজিদ সংখ্যা: ৫৭ টি
মন্দির সংখ্যা: নাই
এতিমখানার সংখ্যা: ২টি
মোট কৃষি জমির পরিমান : ৬৭১০ একর
হাট-বাজারের সংখ্যা: ০৯ টি
নদীর সংখ্যা: ০৮ টি
খেওয়াঘাটের সংখ্যা: ০৬ টি
খোয়াড়ের সংখ্যা: ০৩ টি
শিক্ষার হার: ৪৬.১৬%
কলেজের সংখ্যা: ০২ টি (জনগনের সাহায্যে নির্মিত হচ্ছে)
মাধ্যামক বিদ্যালয়ের সংখ্যা : ০২ টি
সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা : ২১ টি
কেজি স্কুলের সংখ্যা ০৪ টি
এতিম খানার সংখ্যা: ০২ টি
হেলথ কমউনিটি : ০৩ টি
উপ-স্বাস্থ্য কেন্দ্র: ০১ টি
স্থাপিত নলকুপ (চালুকৃত): ২৭৫৯
ইউনিয়নের চতু:সীমা: পূর্বে উমরপুর ইউ,পি,বালাগঞ্জ থানা,
পশ্চিমে-সৈয়দপুর- শাহারপাড়াইউ পি,
উত্তরে- মীরপুর ইউ,পি,
দক্ষিনে- দীঘলবাঁক ইউ,পি. নবীগঞ্জথানা
দর্শনীয় স্থান: ০৯টি মাজার।
উপজেলা সদর থেকে যোগাযোগ ব্যবস্থা: উপজেলা হতে সিএনজি অথবা লোকাল বাসে ভবের বাজার লোকাল বাস ভাড়া ৭/- সিএনজি ভাড়া ২০/- এরপর ভবের বাজার হতে সৈয়দপুর সিএনজি অথবা রিক্সা সিএনজি ভাড়া ১৫/- রিক্সা ভাড়া ২০/- এরপর সিএনজি দিয়ে নয়া বন্দর বাজার ভাড়া ৪০/- এরপর নয়াবন্দর হতে দাওরাই বাজার সিএনজি যোগে ২০/- ভাড়া এরপর ৫মিনিট হেটে ষড়পল্লী উচ্চ বিদ্যালয় মাঠের পাশ্ব ইউনিয়ন পরিষদ ভবন ।
বিঃদ্রঃ উপরের ভাড়া জন প্রতি।
উপজেলা হতে সিএনজি রিজার্ভ ৩০০ হতে ৪০০ টাকা,
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস