১৮৯৫ সালে বিদ্যালটি প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়টি এ ক্যাটাগরি ভুক্ত। অত্র বিদ্যালয়ের শিক্ষক পদ সংখ্যা ৮জন, কর্মরত শিক্ষক সংখ্যা ০৮ জন। বিদ্যালয়টিতে ৩০০ জন শিক্ষার্থী অধ্যয়নরত আছে। শ্রেণি কক্ষ সংখ্যা: ৭টি। ৪ কক্ষ বিশিষ্ট ভবনটি পাঠদানের জন্য হস্তান্তরের অপেক্ষায়।
১৮৯৫ সালে প্রতিষ্টিত ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি প্রয়াত বাবু সুখময় চৌধুরী মহোদয়ের নিজ বাড়িতে এবং নিজ উদ্যোগে তাঁহার বাংলো ঘরে প্রথম বিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়। অতঃপর ০১/০৭/১৯৭৩খ্রি. সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিদ্যালয়টি সরকারি শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে স্বীকৃতি পায়। ১৯৮৪ সালে বিদ্যালয়টি বাড়ির ভিতর থেকে রাসত্মার পাশে স্থানান্তর করা হয় এ সময় এলাকার ধনাঢ্য ব্যাক্তিবর্গের আর্থিক সহায়তায় এল সাইজের একটি অর্ধপাকা ঘর তৈরী করে শ্রেণি কার্যক্রম চলে আসছে। ২০০৭-২০০৮ অর্থবছরে বিদ্যালয়ের পূর্বদিকে একটি ১তলা ভবন সরকারি ভাবে তৈরী হয়। ২০২০ সালে অর্ধপাকা ঘরটি ভেঙ্গে ০৪ তালা ফাউন্ডেশনের একটি দেড় তলা ভবন নির্মাধীন রয়েছে।
Image | Name | Mobile | |
---|---|---|---|
Jishutush Talukdar | ০১৭২৭৩২০১৭৪ |
ছাত্রছাত্রীর সংখ্যা
শ্রেণি |
বালক |
বালিকা |
মোট |
প্রাক-প্রাথমিক |
২৯ |
২২ |
৫১ |
প্রথম |
২১ |
২১ |
৪২ |
দ্বিতীয় |
২২ |
২৬ |
৪৮ |
তৃতীয় |
২৬ |
১৮ |
৪৪ |
চতুর্থ |
২৫ |
৩১ |
৫৬ |
পঞ্চম |
৩২ |
২৭ |
৫৯ |
মোট |
১৫৫ |
১৪৫ |
৩০০ |
ক্রমিক নং |
নাম |
ক্যাটাগরি |
পদবী |
০১ |
জনাব জয়ন্ত শেখর রায় |
মাধ্যমিক শিক্ষক প্রতিনিধি |
সভাপতি |
০২ |
জনাব মোঃ সাজাদ মিয়া |
দাতা সদস্য |
সহ-সভাপতি |
০৩ |
জনাব মোঃ সাফরোজ ইসলাম মুন্না |
ওয়ার্ড কাউন্সিলর |
সদস্য |
০৪ |
জনাব মোঃ আবু তালেব |
বিদ্যোৎসাহী পুরুষ |
সদস্য |
০৫ |
জনাবা মোছাঃ খাদিজা বেগম |
বিদ্যোৎসাহী মহিলা |
সদস্য |
০৬ |
জনাব জনাব মোঃ মাসুক মিয়া |
পুরুষ অভিভাবক |
সদস্য |
০৭ |
জনাব মোঃ সামছুল হক |
পুরুষ অভিভাবক |
সদস্য |
০৮ |
জনাবা মোছাঃ সাবানা বেগম |
মহিলা অভিভাবক |
সদস্য |
০৯ |
জনাবা লিপি রানী গোপ |
মহিলা অভিভাবক |
সদস্য |
১০ |
জনাবা নিলীমা চক্রবর্তী |
শিক্ষক প্রতিনিধি |
সদস্য |
১১ |
জনাব যীশুতোষ তালুকদার |
প্রধান শিক্ষক |
সদস্য সচিব |
সাল |
ডিআরভুক্ত |
পরীক্ষায় অংশগ্রহণ |
কৃতকার্য |
পাশের হার |
২০১৭ |
৬২ |
৬২ |
৬২ |
১০০% |
২০১৮ |
৬৪ |
৬৪ |
৬৪ |
১০০% |
২০১৯ |
৬০ |
৫৯ |
৫৮ |
৯৮% |
২০২০ |
৪৪ |
৪৪ |
৪৪ |
১০০% |
২০২১ |
৫২ |
৫২ |
৫২ |
১০০% |
শতভাগ শিক্ষার্থী উপবৃত্তির আওতাভূক্ত
(১) শতভাগ ভর্তি ও শতভাগ পাসের হার । (২) শতভাগ ইউনিফরম। (৩) শিক্ষা বান্ধব পরিবেশ সৃষ্টি। (৪) শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করণ। (৫) ঝরে পড়ারহার রোধকরণ। (৬) উপস্থিতির হার সমেত্মাষজনক। (৭) S.M.C ও P.T.A কমিটির সক্রিয়তা। (৮) অবকাঠামোগত উন্নয়ন। (৯) নিরাপদ পানির ব্যবস্থা। (১০) স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন। (১১) বিভিন্ন সমাবেশ অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণ। (১২) মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করণ (চলমান)। (১৩) সকল শিক্ষার্থীর রক্তের গ্রুপ চিহ্নিত করণ। (১৪) ছাদ বাগান। (১৫) বঙ্গবন্ধু কর্ণার। (১৬) মুক্তিযোদ্ধা পাঠাগার। (১৭) মাল্টিমিডিয়া মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদান। (১৮) আকর্ষনীয় ও উপকরণ সমৃদ্ধ প্রাক-প্রাথমিক শ্রেণি কক্ষ। |
মান সম্মত শিক্ষার সুষ্ঠু পরিবেশ তৈরীর মাধ্যমে একটি উন্নত ও দৃষ্টি নন্দন প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা।
উপজেলা সদর থেকে পশ্চিম দিকে ১ কিলোমিটার দুরে পৌরসভার ৮নং ওয়ার্ডের অন্তগত ভবানীপুর গ্রামে অবস্থিত।
১। জয়শ্রী রানী নাথ ২। নিয়ন গোপ ৩। মোছাঃ আনিছা বেগম
৪। অনুপম দেবনাথ ৫। স্নিগ্ধা চন্দ
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS