রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকায় সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) সাশ্রয়ী মূল্যে চিনি বিক্রি করবে। সোমবার (২৪ অক্টোবর) থেকে প্রতি কেজি ৫৫ টাকা দরে চিনি বিক্রি করবে সংস্থাটি। ফ্যামিলি কার্ডধারী ছাড়াও যেকোনো ক্রেতা টিসিবির এ চিনি কিনতে পারবেন।
প্রায় সপ্তাহ খানেক ধরে হঠাৎ অস্থির হয়ে উঠেছে চিনির বাজার। সরকার নির্ধারিত দরের চেয়ে কেজিতে ১৫ থেকে ২০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে পণ্যটি। বেশিরভাগ বাজার থেকে উধাও হয়ে গেছে চিনি। বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চিনির খুচরা বাজার ও মিল পর্যায়ে অভিযান পরিচালনা করছে। চিনির বাজারের এমন সংকটকালে সাশ্রয়ী দামে চিনি বিক্রির ঘোষণা দিয়েছে টিসিবি।
সংস্থাটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশেষ উদ্যোগে চিনি বিক্রি করা হবে। সোমবার দুপুর ১টা থেকে এ বিক্রি কার্যক্রম শুরু হবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিক্রি চলবে। কোন কোন এলাকায় বিক্রি হবে তা টিসিবি সোমবার সংস্থাটির ওয়েবসাইটের পাশাপাশি গণমাধ্যমেও জানিয়ে দেবে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS