Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
The shrine of Hajarat Shah Achim Shah
Location

জগন্নাথপুর, সুনামগঞ্জ

Transportation

উপজেলা সদর হতে পায়ে হেঁটে/ক্সিা/গাড়ি।

Contact

Shah Khuyaj Ali

Mobile Number: 01712 542896

 

Details

হযরত আছিম শাহর মাজারটি জগন্নাথপুর উপজেলা সদর হতে প্রায় ১.৫ কিঃ মিঃ দূরে বাড়ীজগন্নাথপুরমৌজার আছিমনগরে অবস্থিত। তিনি সুফী সাদক মরমী শিল্পী ছিলেন। তিনি ১২৫০ বঙ্গাব্দের আশ্বিন মাসেজন্ম গ্রহণ করেন এবং ১৩৫৩ বঙ্গাব্দের ২৬ আশ্বিন মৃত্যু বরণ করেন। তিনি মহান বাউল সাধক কবিরাধারমণ দত্ত এর সমসাময়িক কবি ছিলেন। তিনি প্রায় সহস্রাধিক গান রচনা করেছেন মর্মে জানা যায়।তার পিতার নাম ছিল শাহ বদর উদ্দিন মুন্সী। তার পিতা একজন আলীম ও হেকিম শাস্ত্রে পারদর্শী ছিলেন। বর্তমানে মাজারটি আছিম শাহ এর প্রৌপুত্র জনাব খোয়াজ আলী এর তত্বাবধানে আছে।