এক নজরে
ক) নামঃ ৬নং রানীগঞ্জ ইউনিয়ন ।
খ) আয়তনঃ ৪৯.৩৭ বর্গ কিলোমিটার ।
গ) লোক সংখ্যাঃ ৩৯,৯৫৫ জন (তথ্য জন্ম নিবন্ধন হতে )(প্রায়) পুরুষঃ ২০,৩০২০জন প্রায়, নারীঃ ১৯,৬৩৫জন প্রায়।
ঘ) গ্রামের সংখ্যাঃ ৩৭টি ।
ঙ) মৌজাঃ ২২টি ।
চ) হাট/ বাজারের সংখ্যাঃ ০৭টি ।
ছ) উপজেলা সদর থেকে যোগাযোগের মাধ্যমঃ সিএনজি/ বাস/মোটরসাইকেল/রিক্সা ।
জ) শিক্ষার হারঃ ৩৬.৯% ।
সরকারী প্রাথমিক বিদ্যালয় ১৬টি ।
বে-সরকারী প্রাথমিক বিদ্যালয় ০৬টি ।
উচ্চ বিদ্যালয়-৪(চার)টি ।
মাদ্রাসা-৮(আট)টি ।
কলেজ ১(এক)টি ।
ঝ) দায়িত্বরত চেয়ারম্যানঃ জনাব, শেখ মোঃ ছদরুল ইসলাম
ঞ) গুরুত্ব পূর্ন ধুর্মীয় স্থানঃ-৫৫টি (প্রায়) ।
ট) ঐতিহাসিক/ পর্যটক স্থানঃ নাই ।
ঠ) ইউ,পি ভবন স্থাপন কালঃ ১৯৬৬খ্রীঃ ।
ড) নব গঠিত পরিষদের বিবরণঃ
(১) শপথ গ্রহনের তারিখঃ ৩১/০১/২০২২ইং
(২) প্রথম সভার তারিখঃ ১৩/০২/২০২২ইং
(৩) মেয়াদ উর্ত্তীনের তারিখঃ ১৩/০২/২০২৭ইং
ঢ) গ্রাম সমূহের নামঃ
কুশারাই, জয়নগর, কামড়াখাই, হিলালপুর, মেঘারকান্দি, হরিনাকান্দি, ইসসলামপুর, রৌয়াইল, টেংরাখালী, নোয়াগাঁও, আলমপুর, বালিশ্রী, বগময়না, টেকইয়া, গন্ধর্ব্বপুর, ইসলামপুর, রানীগঞ্জ (রানীনগর), নারিকেলতলা, ত্রৈলক্ষ্যনাথপুর, সুবিদপুর, ব্রাহ্মনগাঁও, অনন্ত গোলাম আলীপুর, অপসাধু, কাদিমগাঁও, কুবাজপুর, আহমদাবাদ, আছিমপুর, ইছগাঁও, ঘোষগাঁও, টিয়ারগাঁও, দোস্তপুর, সুন্দরপুর, খামারভোগ, নোয়াপাড়া কুবাজপুর,
ণ) ইউনিয়ন পরিষদের জনবলঃ
১) নির্বাচিত পরিষদ সদস্য - ১৩(তের) জন ।
২) ইউনিয়ন পরিষদ সচিব - ১(এক) জন ।
৩) ইউনিয়ন গ্রাম পুলিশ ১০(দশ)জন ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS